Wellcome to National Portal
  • 2022-03-15-03-16-889d807ca589178ca3a32cc8e7b83e73
  • ss2
  • Eastern-cables-app-banner
  • 2021-07-04-10-11-33a700611c1f3e9aabf102e48473639c
  • 2021-07-04-05-18-59835e22041c7027a48229a5c24ff1c2
  • 2021-07-04-05-15-b492189828ccbda6651d827606c7d5d4
  • 2022-09-01-08-31-ca1294b951f1e87715491133d9d78a33
  • 2023-05-16-18-49-93f82c3eeb8da141675fb70190f9429c
ইস্টার্ন কেবলস লিঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), শিল্প মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৮

ইতিহাস ও কার্যাবলি

জার্মানীর M/S. Continhocar & Co.-এর সহযোগীতায় এবং M/S. Kabel-Werke-Reinshagen  এর সরবরাহকৃত প্রযুক্তিতে ১৯৬৭ সালে বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গায় ৩৭.৬৯একর জায়গায় (কারখানা ও অফিস বিল্ডিং ২৫ একর, অবশিষ্ট ১২.৬৯একর ভূমিতে শিল্প শ্রমিক আবাসিক কলোনী অবস্থিত) ইষ্টার্ন কেবল্স লিমিটেড প্রতিষ্ঠিত হয়। মার্চ’১৯৭১ স্বাধীনতার বছরে প্রতিষ্ঠানটি উৎপাদন শুরু করে এবং ১৯৮৭ সালে অফলোড করা হয়।

ইষ্টার্ন কেবল্স্ লিমিটেড পণ্য উৎপাদন প্রক্রিয়ায় কঠোরভাবে স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন অনুসরণ করে থাকে।  জার্মানীর বিশ^বিখ্যাত Kable-Werke-Reinshagen হতে লাইসেন্স গ্রহণ এর সর্বোৎকৃষ্ট গুণাগুণের নিশ্চয়তা প্রদান করে। এটা অত্যন্ত গর্বের বিষয় যে, Kable-Werke-Reinshagen এর শতবর্ষের গবেষণা ও উন্নয়নের সমৃদ্ধ ফলাফল ইষ্টার্ন কেবল্স্ এর সাথে শেয়ার করা হয়েছে। প্রতিষ্ঠার  শুরু থেকেই অত্যন্ত উদারভাবে আন্তর্জাতিক আদর্শ মানের সাথে মিল রেখে সর্বাধুনিক উৎপাদন প্লান্ট এবং স্পর্শকাতর পরীক্ষাগার যন্ত্রপাতি ক্রয় করা হয় মানসম্পন্ন ক্যাবল ও কন্ডাক্টর তৈরীর জন্য। এর গুণ নিয়স্ত্রণ পরীক্ষাগার এবং আধুনিক পিভিসি কম্পাউন্ডিং প্লান্ট পণ্যের কাঠামোগত, রাসায়নিক এবং তড়িৎ ধর্মাবলী যে স্পেসিফিকেশন অনুযায়ী হচ্ছে সে নিশ্চয়তা বিধান করে । আমাদের গবেষণা ও উন্নয়ন টিমের সার্বক্ষনিক প্রচেষ্টা ধ্যান ও জ্ঞান শুধুমাত্র পণ্যের উৎপাদন কৌশল প্রণয়ন নিয়ে। আমাদের পণ্য যাতে সময়ের চেয়ে একধাপ এগিয়ে থাকতে পারে সে জন্য বিশ^ব্যাপী পরিদর্শণ ও প্রশিক্ষণের মাধ্যমে বিশে^র এগিয়ে থাকা ক্যাবল ম্যানুফ্যাকচারিং সংস্থাগুলো হতে তথ্য-উপাত্ত গ্রহণ করা হয়।

পিভিসি ক্যাবল উৎপাদন হয় প্রধানত বাংলাদেশ স্ট্যান্ডার্ড (বিডিএস), জার্মান মেট্রিক স্ট্যান্ডার্ড (ভিডিই), ব্রিটিশ মেট্রিক স্ট্যান্ডার্ড (নিউ বিএসএস) এবং ব্রিটিশ ইম্পেরিয়াল স্ট্যান্ডার্ড(ওল্ড বিএসএস) অনুযায়ী। বেয়ার এবং ইন্সুলেটেড এসিএসআর এবং এএসি কন্ডাক্টর তৈরী হয় বিএস এবং এএসটিএম স্ট্যান্ডার্ড অনুযায়ী। ক্রেতার চাহিদামত  আন্তর্জাতিক যে কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী ক্যাবল ও কন্ডাক্টর তৈরীর সক্ষমতা ইষ্টার্ন কেবল্স্ এর রয়েছে।

ইষ্টার্ন কেবল্স্ লিমিটেড বিভিন্ন ধরনের এবং আকারের ডমেষ্টিক, ফ্লেক্সিবেল, কন্ট্রোল এবং পাওয়ার ক্যাবল প্রস্তুত করে থাকে যার ভোল্টেজ রেটিং ১২ কেভি এবং ক্রস সেকশনাল এরিয়া সর্বোচ্চ ১০০০ বর্গ মিমি পর্যন্ত হয়ে থাকে, প্রধানত লেটেষ্ট জার্মান স্ট্যান্ডার্ড ভিডিই ০২৭১/৩.৬৯ এবং বিএস ৬০০৪:১৯৭৫ অনুসরণে। দেশ এবং দেশের বাহিরের চাহিদা অনুযায়ী সাবেক ব্রিটিশ ইম্পেরিয়াল স্ট্যান্ডার্ড  বিএস ২০০৪ অনুযায়ী ডমেষ্টিক ক্যাবলও প্রস্তুত করে থাকে।