রাষ্ট্রায়াত্ত্ব শিল্প প্রতিষ্ঠান ইষ্টার্ন কেবলস লিমিটেড এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা ৩০-০১-২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাব বাংলাদেশেও বিরাজমান হওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক জারীকৃত নির্দেশনার আলোকে সার্বিক নিরাপত্তার স্বার্থে লোক সমাগম পরিহার তথা করোনা ভাইরাস বিস্তার রোধকল্পে এবং সরকারি নির্দেশনায় ব্যয় সংকোচন নীতি অবলম্বন করে ইসিএল’র ৩৬তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে আয়োজন করা হয়েছে। সভায় বিএসইসি ও কোম্পানী বোর্ডের চেয়ারম্যান জনাব মো: শহীদুল হক ভূঁঞা, এনডিসি, স্বতন্ত্র পরিচালক তানিয়া খান, যুগ্ম সচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, স্বতন্ত্র পরিচালক জনাব মোঃ সলিম উল্লাহ সিনিয়র সহকারী সচিব শিল্প মন্ত্রণালয়, পরিচালক জনাব দেবাশীষ চক্রবর্তী, সদস্য (বিতরণ ও পরিচালন) চলতি দায়িত্ব বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা, জনাব মোঃ আবুল কালাম আজাদ,ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পরিচালক,ইসিএল কোম্পানী বোর্ড, পরিচালক জনাব মোঃ শামসুর রহমান, পরিচালক জনাব মোঃ হাবিবুর রহমান, পরিচালক জনাব মোঃ মফিজুর রহমান, পরিচালক জনাব মোঃ ইমদাদুল হকসহ সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসিএর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আবুল কালাম আজাদ। পরবর্তীতে পরিচালনা পর্ষদ প্রতিবেদন উপস্থাপন করেন বিএসইসি ও কোম্পানী বোর্ডের চেয়ারম্যান জনাব মো: শহীদুল হক ভূঁঞা, এনডিসি। কোম্পানির সার্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর নোটিফিকেশন অনুযায়ী কোম্পানির পরিচালকমন্ডলী শেয়ারহোল্ডারদের বিনিয়োগের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা থাকা সত্ত্বেও ২০২১-২০২২ অর্থবছরের জন্য ২% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের ৩০-০৬-২০২২ তারিখ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত স্থিতিপত্র, আয়-ব্যয় বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকমন্ডলীর প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।
উল্লেখ্য যে, ইসিএলে বিগত (০৩)তিন অর্থবছরে (২০১৮-১৯,২০১৯-২০ ও ২০২০-২১) ধারাবাহিকভাবে ১২.৪২, ১৬.৯২ ও ১২.২০ কোটি টাকা লোকসান হয়। এ অবস্থা হতে উত্তরণের লক্ষ্যে গত ১৮-০৫-২০২১ হতে প্রতিষ্ঠানটির নতুন ব্যবস্থাপনা পরিচালক কে দায়িত্ব প্রদান করা হয়। বর্তমান দক্ষ ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ বিশেষ করে বিএসইসি ও কোম্পানী বোর্ডের চেয়ারম্যান জনাব মো: শহীদুল হক ভূঁঞা, এনডিসি এর একান্ত প্রচেষ্টা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থার পরিবর্তন হতে শুরু করে। প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যয় হ্রাস, জনবল সুষমীকরণ, প্রতিষ্ঠানের দীর্ঘ দিনের পুরাতন উৎপাদিত পণ্যের তালিকা প্রণয়ন ও বিক্রয়ের ব্যবস্থা, বিভিন্ন মিডিয়ায় পণ্যের ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণা, সরকারি ও বেসরকারি দপ্তর-প্রতিষ্ঠানে অব্যাহতভাবে সরাসরি যোগাযোগ ইত্যাদি পদক্ষেপের কারণে প্রতিষ্ঠানটি ২০২১-২০২২ অর্থবছরে লোকসান কাটিয়ে ০.৮৫ কোটি টাকা মুনাফা অর্জন ও রাষ্ট্রীয় কোষাগারে ১১.৩২ কোটি টাকা জমা প্রদানে সক্ষম হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীর দীর্ঘ দিনের বকেয়া পাওনা বাবদ প্রায় ৪.০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
ইসিএল এর বর্তমান ব্যবস্থাপনার বহুমাত্রিক প্রচেষ্টার ফলাফল স্বরুপ চীনের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএনটিআইসি) এ প্রথমে মে’২০২২ মাসে ৫.২৪ লক্ষ ডলারের পণ্য রপ্তানী করা হয়। পণ্যের গুনগত মান ভালো হওয়ায় পরবর্তীতে সিএনটিআইসি আরো ৪২ লক্ষ ইউএস ডলারের রপ্তানী চুক্তি স্বাক্ষর সম্পাদন করেছে। চুক্তি অনুযায়ী প্রথম লটের ১০০০ কি.মি. (১০.৫০ লক্ষ ইউএস ডলার) এর বৈদ্যুতিক ক্যাবল ডিসেম্বর’২০২২ এ শিপমেন্ট সম্পন্ন হয়েছে । উল্লিখিত কার্যক্রমের ফলে বিগত অর্থবছরের ধারাবাহিকতায় ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম ছয় মাসেও লাভের ধারা অব্যাহত রয়েছে।
ব্যবসা বাণিজ্য ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট কর্তৃক ভারতের কলকাতায় গত ১০-০১-২০২৩ তারিখে ব্যবস্থাপনা পরিচালক, ইষ্টার্ন কেবলস লিমিটেড কে “মহাত্না গান্ধী পীস এ্যাওয়ার্ড-২০২২” পুরষ্কারে ভূষিত করা হয়েছে ।
বর্তমানে ইষ্টার্ন কেবলস লিমিটেড এ সকল শ্রমিক-কর্মচারির মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে এবং শান্তিপূর্ন পরিবেশ উৎপাদন ও বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।