Wellcome to National Portal
ইস্টার্ন কেবলস লিঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), শিল্প মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ সেপ্টেম্বর ২০২১

চেয়ারম্যান বিএসইসি'র জীবনবৃতান্ত

                                          

                                                       মোঃ শহীদুল হক ভূঁঞা, এনডিসি
                                                           চেয়ারম্যান (অতিরিক্ত সচিব)
                                                বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন

 

জনাব মোঃ শহীদুল হক ভূঁঞা, এনডিসি, (অতিরিক্ত সচিব) বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর চেয়ারম্যান হিসেবে ১২ আগস্ট ২০২১ তারিখে যোগদান করে ২২ আগস্ট ২০২১ তারিখে দায়িত্বভার গ্রহণ করেন।   

          তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নে সম্ভ্রান্ত  মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুল হক ভূঁঞা, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য প্রবাসী বাঙালিদের মুখপাত্র Steering Committee of the Action Committee's for Liberation of Bangladesh in UK-এর আহ্বায়ক ছিলেন।

            তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বি.কম (সম্মান) ও এম. কম প্রথম শ্রেণীতে ১৯৮৫ সালে সম্পন্ন করেন। পরবর্তীতে ২০০২ সালে এম.বি.এ সম্পন্ন করেন।                                                                                  

          জনাব মোঃ শহীদুল হক ভূঁঞা, এনডিসি, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট-এ মহাপরিচালক -এর দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেন (তিনি মুজিববর্ষের ফোকাল পয়েন্টের দায়িত্ব পালন করেন)। তিনি যুগ্ম-সচিব হিসেবে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা-পরিচালক (অর্থ), এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (উন্নয়ন) হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি উপসচিব হিসেবে তথ্য মন্ত্রণালয়ে মাননীয় তথ্যমন্ত্রীর একান্ত সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে উপসচিব হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস নবম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার) ক্যাডারে যোগদান করে উপ-পরিচালক/সহকারী পরিচালক হিসেবে কর্মরত থাকাকালীন ব্যাটালিয়ান অধিনায়ক, জেলা কমান্ডান্ট, প্রশিক্ষণ একাডেমীর কমান্ডান্ট ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর উপ-পরিচালক কোম্পানী অধিনায়কসহ  বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পালন করেন।

            জনাব মোঃ শহীদুল হক ভূঁঞা, এনডিসি, কর্মজীবনে দেশে ও বিদেশে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য প্রশিক্ষণসমূহ : ন্যাশনাল ডিফেন্স কোর্স-এনডিসি’২০১৮ ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর সেনানিবাস, Strengthening of BCS Cadre Official Through Capacity Building, Duke University, North Carolina, USA (2017), Disaster Management, Hunam, China (2016), ৯৮ তম এসিএডি কোর্স-এর অংশ হিসেবে University Putra Jaya, Malaysia (2015) National Academy for Public Administration, Vietnam (2015), Managing at the Top MATT-2 Stage-2, University of Wolverhampton. The Centre for International Development Training (CIDT), Telford Campus, West Midlands, UK (2012), Managing at the Top MATT-2, Asian Institute of Technology-AIT, Bangkok, Thailand (2011), তথ্য প্রযুক্তি ও ই-গভর্নেন্স @ITEG কোর্স, অস্ট্রেলিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় @AusAID এবং বিপিএটিসি, সাভার, ঢাকা (২০১১),       ৭২তম সিনিয়র স্টাফ কোর্স, নবম মৌলিক প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ।

            এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, পোল্যান্ড, স্পেন, চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও ভুটানে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ।

            কর্মজীবনের পাশাপাশি জনাব মোঃ শহীদুল হক ভূঁঞা, এনডিসি মুক্তিযুদ্ধের ওপর গবেষণা করেন। তাছাড়াও তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথেও নিবিড়ভাবে সম্পৃক্ত রয়েছেন । তিনি বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক। বড় কন্যা যুক্তরাষ্ট্রের ওকলাহামা রাজ্যে বোয়িং কর্পোরেশনে কর্মরত ও ছোট কন্যা কুমিল্লা মেডিকেল কলেজে তৃতীয় বর্ষের এম.বি.বি.এস’র ছাত্রী।

Profile of Chairman, BSEC

Mr. Md. Shahidul Hoque Bhuia, ndc Additional Secretary to Bangladesh Government joined as Chairman of Bangladesh Steel and Engineering Corporation (BSEC) on 12th August 2021. Prior to joining the Corporation, he discharged his duties as Director General of the Compulsory Primary Education Implementation Monitoring Unit under Ministry of Primary and Mass Education. Before this appointment he served as Additional Secretary at Ministry of Liberation War Affairs.

As Joint Secretary he served as Additional Director Gereral, Bangladesh Water Development Board (BWDB), Ministry of Water Resources, Director, Bangladesh Competition Commission, Ministry of Commerce, Director, Bangladesh Parjatan Corporation, Ministry of Civil Aviation and Tourism.

As Deputy Secretary he served as – Private Secretary to the Minister, Ministry of Information, Deputy Secretary, Ministry of Women and Children Affairs.

Mr. Md. Shahidul Hoque Bhuia, ndc joined Bangladesh Civil Service 9th batch on 26th January 1991. He served in different appointments in his last 31 year’s in Civil Service.

He completed NDC in 2018 from National Defense College, Mirpur, 72nd Senior Staff Course-SSC from National Academy for Public Administration (NAPA), Hanoi, Vietnam, 98th ACAD Course from University Putra Malaysia, Kuala Lumpur, Malaysia, Strengthening of BCS Cadre Official Through Capacity Building from University of Wolver Hampton, UK, Managing at the Top, MATT-2, Stage-2 (Super MATT) from Duke University, North Carolina, USA, Managing at the Top, MATT-2 from Asian Institute of Technology (AIT), Thailand.

He was trained in countries like USA, UK, Spain, Poland, Turkey, China, Malaysia, Vietnam, Thailand, Indonesia, India and Bhutan.

He was born on 2nd April 1964 in the District Narsingdi. His father was the Convener of The Steering Committee of the Action Committees for Liberation of the People’s Republic of Bangladesh in UK in 1971 Late Md. Azizul Hoque Bhuia (a Freedom Fighter) and his mother was Late Anowara Hoque Bhuia.

He obtained his SSC in 1979 from Ideal School, Motijheel, Dhaka and HSC in 1981 from Notre Dame College, Dhaka, B.Com (Hons.) from The University of Dhaka in 1984 and M.Com (Finance) from The University of Dhaka in 1985. He also obtained MBA (HRM) in 2002 from (IBA/SUB).

He was married with Nahid Yeasmin and blessed with two daughter’s Al-Wasia Shahid and Al-Walia Shahid